একটা যেন বিভু-রুটিনে পরিনত হয়েছে  
সন্ধ্যা’য় ঝড় বৃষ্টি বাউকুড়ানি  
চৈত্রের শেষ থেকেই চলছে
ঢাকা ও কলকাতায়    
দু’টিতেই ব্রিটিশ ছিল ও আছেও অন্য ধুঁয়ায় ;  
  
দু পাশের কবিরাই ভিজে শরীরে মনে পাতায়
কবিতার সংখ্যা সমুখে তাকায় ।
সন্ধ্যা-প্রণয়ে’র নগর যুগল থাকে তাড়ায়
মহলমুখী স্বল্প-মাত্রার মৌ চরায় ।  


বস্তি ও বারান্দা বাসী’র কষ্ট বাড়ে
পোশাকবালা তরাসে ডেরা’য় ছুটে    
মালিকের চাকার-ছিটে যোজন ভিজে
তার ছিঁড়ে শম্পা জ্বলে পথ-শপে ।  
  
প্রকল্প-কুঞ্জন জলসিঞ্ছনে  
চুপসে ধারা ওয়াসা’র পানির যৌবনে
ব্যালেন্সে ভাসে কর্তা জনে, জল দূষণে  ।
      
প্রকৃতি’র পাতা পুষ্প পক্ষী হাসে নিশিভোরে    
বঙ্গবাসী  তাতেই বাজে ও তাতেই বাঁচে ।  


    
  
মুকুন্দপুর ও   মিরপুর  ।  
এপ্রিল,২০১৯।