দ্বিজ দ্বিপদী  


১।
বিহগ বলেনি বচন, পিপীলিকা বন্দ রাখে পা  
অজানা কারন, হয়ত সামনে জানিবে সব জন  ।
২।
দূষিত বায়ুর দহনে পোড়ে গেছে রমনার  বিহঙ্গ
ভিআইপি ফুসফুস বাঁচাতে সীমানা পেরোয় নিজ-প্রেমে ।    
৩।
পরম পবনে পৌষটি পার হল
পক্ষী অধীর চরম দামের চালে ।
৪।
কাদা চরে পত্রী কাঁদে আধার নেই বলে  
বড় ডাঙার পতগ ফুফায় স্বর হারিয়ে   ।
৫।
ভেসে ভেসে মুদ্রা সাগর দেয় পাড়ি
ঈগল নেই কোন আটকাবে বলে  ।
৬।
তারা তারা , উন্মুক্ত ক্লিভিজে নাচায় পক্ষধর  
যুবারা হতাশ চাকুরি ভাসে ডামি  পাকে ।  


মিরপুর, ঢাকা।
২৭.০১.২৪