শ্রাবণ প্রভাতে ভিজে ভিজে দুটি রেব-রঙা পাখি ছাদে নামে
যেন তারা  দ্বিজ-ড্রোন,  ফ্ল্যাট-ওনার  তখন নিদ্রায়  ভাসে ;
একটি তাকায় অন্যটির দিকে,  গা ঝাড়তে ঝাড়তে দূরত্ব কমায়
কিছুক্ষণ পাশাপাশি সুবোধ প্রাণীর আদলে  সময়  কাটায়
চোখ নাড়ে
ছদ  নাড়ে
গলা নাড়ে
হৃদ নাড়ে
হয়ত মনের কথা বলে মুক্ত প্রাতে ;
খিড়কি-জনেরা কেবল আন্দাজ পাকায় , অধরা পক্ষী ছন্দ  
পেগাসাস পাখি শাখা খোলে বের করে নিবে কথা-খন্দ  ।


ঢাকা

আগস্ট ২০২১