দুবলা-তীর ভাঙ্গে তিস্তা ধরলা সোমেশ্বরী  
দলবাজ বনিক জলজটে বিকাশ খোঁজে
দূরের নারী মেরাথন কষ্টে ভাসে  
দুধকুমারে বাড়ি বৃক্ষ গলাশি ডুবে
যেমন ডুবেছিল প্রাচীন নদী-নাগর ,  
এখনও টেকসই সেই ডুবা-কাহিনী  
ঢোলকলমির ধারে,  তাল ঠগতন্ত্রী ।    



মিরপুর, ঢাকা