মতলবি মুখ ও মগজগুলি বেশী দৃশ্যমান
শহীদ মিনারে, বোকা-বক্সে ।  
মাঝ রজনিতে  অতিমগজি দু চার জন আসেন বিশেষ কাল-জলপাই  চাদরে  
ক্লিন–কনক্রিটিয় নুড়ি  নড়িয়ে নগ্ন পদে ,দুর্বল নিলয়ে ,  
পরক্ষণে সুপার–মেগা উড়াল  আয়ুবর্ধক অবাঙ্গাল-সেবাশ্রয়ে  
বাজেট অজ্ঞাত , অনেককিছু আউলিয় ।
শংকর বাঙ্গালি আবেগের টানে  কূলের তানে
নিরব-সরব হয় শহিদ মিনারে  
সাথে বাজারি উপাসঙ্গা, বাগীশ বাংলা-তরে ।  
প্রতিদিন চলে এংরিজে হিন্দির গোলকীয় কলকি
পশ্চিমের কসরত মহরৎ গীত বাজারী ।
একুশ এলেই আগুয়ান  কতিপয় বাঙ্গালী : পোষাকে , মাইকে
হিপক্রেসিয় মনে হয়
ফ্যাকাসে মনে হয়
ধান্দা মনে হয় ।


শরৎ-হেমন্তের ধীর কল্লোলিত নদীবৎ বাংলা প্রেমে  
সাধারন মধ্যবিত্ত , পোষাক কর্মী , তরুন নির্মাণ শ্রমিক , ছাত্র  
লম্বা লাইনে লুটে পড়ে শহিদ মিনারে ;
একুশের প্রান-পলাশ তাদের হাতেই  
একুশের নিম-নির্মল  প্রান-বায়ু তাদের হাতেই
একুশের প্রগলভ চনচন  তাদের পায়েই  ।