শরণার্থী তাঁবু থেকে উঠে আসা সূর্য-মানু ইলহান ওমর    
তাবুর  দুর্ভোগ  থেকে মেলে তার বোধের সাগর    
নীরব রোদনে স্ফীত হয়  শিশুকাল – তাঁবু থেকে  তাঁবু  ,
কেনিয়া মুগাদিসু  মিনেসোটা- মানসে মিশেল সুর তোলে    
দুপায়ে সোমালিয়ার শোভন শিঞ্জিনী  
বিদ্বেষী দোলনে দুলেছে  ইলহানি  কুসুম ।    
এখনও নিদ্রায়  হাজির হয় তাবু-ত্রাস চিত্র
অস্কারাধিক পাওয়া কোন তাপিত  ছবির মতো  
অচিরেই মহাকাব্য ভর করতে পারে  আফ্রিকান শিল্পীর সুবাদে ,  
ইলহান ভাসে দূর নীলিমায়-  সোমালিয়া ফিলিস্তিন  আফগানিস্তান  
পাহাড় মরু উপত্যকা দেখে দেখে ভেবে ভেবে  
ইলহান  উলু পায়  ইথারিয় শব্দে  
ওপাড়ে  কণ্ঠে যেন মেন্ডেলা  ইয়াসির আরাফাত আব্রাহাম ইলামিত্র   ।  


সে কাঁপায় কংগ্রেস  কঠিন কহনে কাব্যিক কষণে          
যেন আম্ফান সিডোর  সারিন্দা বাজায় তার সাথে,    
তার তরণীতে রাজপথ যেন শাবেল তটিনী  
চলে বহুরঙ্গা তরুণ  তরুণী – তাগড়া তেজে
দু ধারে দিঘল দিঘীর  ঢেউ বহে  যায়  ধনু ঢঙে  
হিজাবে ঝিলিক দায় কোটি তারা  নব রঙে  
হাজার প্ল্যাকার্ড ব্যানারে ভোটার পাড়ায়  ভিশন-ভাষণ  
ভোট যাত্রী লাল রঙ্গা  ইলহানি ওষ্টে  আশা-ঊর্মি  খোঁজে  ,    


অভিবাসী  কনেদের   কঠিন আঙ্গুলে উত্তাল  সমুদ্রে আজও সাঁতার শেখে  
ইলহান
ইলহান অভিবাসী ইশিকা দেখার জন্যেই  দরিয়া তীরে উড়ে  দিনমান ।    


০৬।১১।২০২০