ফাগুনের কাপলেট


১।
ফাগুনে বিভিন্ন ধাঁচের জমায়েত জমে, প্রেসক্লাব শাহবাগ বইমেলা পল্টনে
শ্রেণী রঙ জুস পায়, ভেদাভেদ দেখে বিমূর্ত নয়নে সংবিধান ভাসে  ।    
২।
মোড়ে মোড়ে ওএমএস সারিতে রঙিন শাড়িতে ছুরি বুড়ি  
লজ্জাহীন হুইসেলে মার্সিডিজ চলে পতাকা উড়িয়ে, তাকায় নিরীহ সারি  ।  
৩।
যেতাম সেথায় প্রতি সনে যেথায় বৃক্ষের বাতাসে বইত দ্রোহী পদ্য  
এখন ইচ্ছা নেই তেমন পত্ররা বিষে ক্লান্ত, নষ্ট হয়েছে পুরনো পদ্ম ।


মিরপুর, ঢাকা।
২০.০২.২০২৩