সরু চাঁদে আকাশ ছলছল চৈত্র সান্ধ্যে
তাকায়নি আবহাওয়া বিভাগ চেরাপুঞ্জির দিকে  
ফ্ল্যাশ ফ্লাডে ধান গেছে মরে  চরে হাওড়ে  
যেন কোন জল- মিসাইল উঁচু থেকে নামে আচকা সরে ;  
আগু বীজে মজেনি মগজ দপ্তরে ভাণ্ডারে  
কাঁচা স্বপ্ন কাঁচা শীষে  হত- অবুঝ  করভোজী
ঘাসফুল অকাল মোচড়ে রেনুহারা
জীব ধার-দেনা খোঁজে আশপাশে  
কাক পক্ষী উপবাসে ডাকে ছন্দহীন,
অটোফেজ হবে সব প্রানে বোশেখে শাওয়ালে জিলহজে    ।



ঢাকা
৪।০৯।২০২২।