চৈত্রের শুক্লপক্ষ , যেন একটু বেশী উপজীব্য    
মহানন্দাস্নাত ক্ষেতি মাঠের মতো,অতিশয় প্রাকৃত    
নিচে পদ্মা মেঘনা’র কানাকানি
চলছে জাহাজ,বিচিত্র যাত্রী :
বিড়ালসমেত নারীদ্বয় ,নানাবিধ যুগল, চাকুরি প্রার্থী, চাকুরে,
নির্মাণ শ্রমিক, চিন্তিত ছাত্র, ভাবের বনলতা ,ধূমিত যুবক,  
নূরানি কেতাব হাতে ভেনাস-রমনী,  
যেন ভাসমান ক্ষুদে শহর– ক্ষেতবিহীন ,অগোছালো  ।  


আকাশে বড় চাঁদ, ঈশ্বরের সরু অথচ সাজানো প্রতিবিম্ব
ভাবে উথাল ভব ও বিবাগী মন-বক।  
ঈশ্বরের উপস্থিতি টের পায় ভেজাআঁখি’র পরাণ  
ধ্যানে ধরে কমে যায় পাপ বেড়ে যায় পুণ্য ;  


জোয়ারে হাসে বদ্বীপ বিশ্ব  
বাড়ে ধন ধান মৎস্য ,  
উজানে কুলাঙ্গার বাড়ায়
কালো চিমনি,কালো বুড়িগঙ্গা ।


ঢাকা
২২।০৩।২০১৯