১।
গ্রীষ্ম কাল
চাষি বোরোতে ফোলে  
ঢঙী জোছনা
বাহারী ফল হাটে  
ঢোল-কলমি নাচে ।


২।
মধ্যবৈশাখ
পানিহীন তিস্তা  
তলায় চষে চাষি
বেলি নাচায় বালি
মদি মমতা মৌনী ।
৩।
দশের তরে
শাহাবাগের মোড়ে ,
সাঁঝের বেলা  
ছাত্রীরা ফিরবেই  
সুফিয়া’য় সহজে ।


(জাপানী তনকা ধারা অবলম্বনে রচিত)
২৭.০৪.১৮
মিরপুর, ঢাকা