এক।
জোছনা হাসে  
ঢলে দ্রাবিড় গালে
সোনালি ধানে ;
তবু চিটায় চাটে ,    
গালে ভেজাল ক্রিম ।


দুই।
বোশেখি ফনি
ভাসায় খেতবাড়ি
নিরব অশ্রু
কৃষাণী’র  হৃদয়ে
হেঁসেল অচল ।


তিন।
দখিনে দ্যায়
টোকা দূরের ফনি ,  
ভাঙে বাঁধ
ভাঙে সপন ;
ভাটায় মেয়ে-প্রেম ।  


(জাপানি তনকা ধারায় রচিত )
১৭।০৫।২০১৯