হাওর হাঙর


হাওরের হৃষ্ট হাঙর সুবে সাদিকের সময় বলে , ‘ প্রাচীন গাজায় যাব যেমন গিয়েছিল আলেকজান্ডার সহ অনেকে ‘
কড়চ ডালের কোড়া বলে‘কেন যাবে দূরে?‘ হাঙর হৃদয় দিয়ে বলে ‘বোঝে নাও আর জিগাও হেলাল  হাফিজকে,
সাত দশকের লোও ঝরের লাগান লাফায় গাজার ফুল ফলে  
ফসফরাসে ফাটছে ফিলিস্তিন, ভ্রষ্ট ঈগলেরা মেতেছে নিধনে নিরীহ নারী শিশু মানু ;  
এত কিছুতেই উদ্দিপ্ত  হাওর-হাঙর , পিছনে তার সোনালী একাত্তর । ‘    


বোঝেনি হতধী নালায়েক , অজানায় বুড়ো রাজন  কিভাবে কখন হিসাব দেতে হবে  
হয়ত অচিরেই উমা-উষ্মা উর্বর করিবে গাজা আর গুজরাটি ঘাট বঙ্গ আদলে ;    
তহন চলনবিলের সরিষা বীজ শতগুণে অঙ্কুরিত হয়ে লোহিত পাড়ে সুগন্ধি ছড়াবে  
রনতরীতে উড়ে যাবে লাল দোয়েল, এন্তিনায় কেতকি-কলি শান্তির কোরাস গাবে    
যেন আর এক সুন্দরবন গজায় গাজা তটে, হটে হায়েনা  ।  


মিরপুর, ঢাকা । ১৪.১০।২০২৩