১।
ভিনগ্রহী সে
ভাদ্রে ভিড়ে হাওড়ে,
অবাকে দ্যাখে  
করচ কুঁড়িতে
চন্দ্র-চুম্বন ।  


২।
হাওড় কনে
বাপের বাড়ি যায়
ট্রলারে,  নেই
গয়না মাঝি মাছ ;
হিজল দোলে মনে ।


(জাপানি তনকা ধারা অবলম্বনে রচিত )


মিরপুর, ঢাকা
২৩.০৮.২০১৯