হরিৎ হারা


চৈতের বৃষ্টি রাঙিয়ে দেয় নগর-বিটপী ,  
সহস্র মেয়র কোটি ডলারেও সাজাতে পারেনা এমন করে
কেবল মুদ্রা চলে যায় সীমানা ছাড়িয়ে ;    
মেট্রো থেকে নব যাত্রী তাকায় পাতায় পাতায়  
আপাত খুশিতে পৌঁছে যায় দূষিত শহরের কিনারায়;
    
নগর কর্তা নষ্ট কবিতা বুনে বন খাল নদী মেরে মেরে,  
উলু দেয় ভ্রষ্ট রাজনীতিক আমাজান থেকে সুন্দরবন    
হলুদ জীবেরা জাবর কাটে ফেলে আসা হরিৎ নিয়ে  ।


মিরপুর, ঢাকা । ২৩.০৩.২৪।