১।
ইরাবতী বলেছে ইলিশ সনে
আমি উড়াল দিব সকল নিয়ে – এখানে জান্তা-অজান্তা জান নেয় রাখাইন থেকে ইয়াঙ্গুনে  
ইউরোপে পরিযায়ী নদী হবো;  
বড় সঙ্ঘরা বসেছে বৈঠকে
সূর্য অস্ত যাবে লক্ষ বার ফুটাতে বৈঠকি মল্লিকা  
ইতোমধ্যে ইরাবতী ইতি দিবে ইচ্ছায় - যখন শুকায়  সকল ধারা ।  


২।  
নিরীহ রোহিঙ্গা মেরেছে দুজনে মিলে মিশে
একজন জান্তা কনে –কেশে ফুল দিয়ে ঘুরে
অন্য জনে খাঁটি জান্তা - বুকে তারা নিয়ে হাটে ;
দুজনেই কালো শশী
ইরাবতীতে দূষিত হিসু দ্যায়
দুজনেই মেরেছে বিহঙ্গ মানুষ বৃক্ষ লতা ইরাবতী তটে
দুজনে যুগল কুগীত গেয়েছে মিয়ানমার থেকে হেগে ।  


এবার লেগেছে দুজনে লাল মোয়া নিয়ে    
মোয়াটি চৈনিক তানে চলে  
সাথে কিছু টি’বয় তাল দায় আশেপাশে  
দুজনেই দিশেহারা – দেখে হাসে সাদা হাঁস রোহিঙ্গা-ঢঙে ।