ইউক্যালিপটাস  কয়েক  শতেক
জাফলং নদী পাড়ে ছিল সদা সতর্ক  
সীমান্তরক্ষীদের মতো ,  
সুরক্ষা দিত
বিলাতিদের ছেড়ে যাওয়া চা বাগানকে
ভিনদেশি বৃক্ষে ।
  
ওদের পাশ দিয়ে যেতাম হেঁটে  
চাঁদ সুরজ থাকতো সাথে
শীষ দিত অচেনা পাখী
মাঝে মাঝে সদল-লকস্মি  
নিজস্ব সাজে , চকচকে ছাপে ,
শত বিষাদকে  মাড়াত নানা রঙে    
সুর মেলাত সৌরফেশানী , শুভ্র বালু-বালিকা ,
বিমূর্ততায় কিঞ্চিত কিনারে পতিত-ফসিলের স্তনাগ্র ।  


কোন দিবস ঝিলিকিত হয় না    
জাফলং পাড়ে  চা-বাগানে’ র বস্তীতে
লকস্মিদের লালরঙা ওষ্টে ,    
লাল শ্লোগানও উধাও
ইউক্যালিপটাসের দেশে যাবে যুবা’র দল ।      


০৯।০৩।২০১৯