জেনিনে  জিনিয়া


জেনিনে তামিমি তিনেই আউট হয়ে  যায় বর্বর গোলায়  
গোলাটি এসেছে আটলান্টিক  পাড়ি দিয়ে  ফিলিস্তিন মৌজায়
আম্পায়ার নেশাগ্রস্ত,  ইউনিসেফ নিরব ;  দাদা বসে আছে ফুল কেদারায়  ।  
প্রথমে ভয়ে ছিল গোলাটি , পরে পশ্চিমা পবনে জেনিন  ভেসেছে তামিমি লওয়ে    
অনেকেই চুপচাপ মুদ্রা ঢালে হুইস্কি ঢলে, জেনিনে তখন  জিনিয়া কাঁদে ।    
জেনিন জেনেছে ঝাঁঝালো জহরে জান্তারা জবর ধকল করে কথা জমি বাগ সব
জেনিন পড়েছে সকল মোড়লদের কালো মুখগুলি মধ্যপ্রাচ্যে , টলেমির কাসপিরিয়াতে ।


জেনিন বুঝেছে তাবুতে  তাণ্ডব  চালাতে শঠতা বুলেট  আনা হয়  দূর দেশ থেকে  
সেখানে  অষ্টে বাজায় শান্তি আর শান্তি,  তহন জেনেভা লেইক অতলে লুকায়,      
জেনিন দেখেছে অধিকার হারাদের  কার্বন কপি  পৃথ্বীর নানা পথে ,    
জেনিন সহসা পরখে  নিসর্গে  বসে আছে অজস্র  যোদ্ধা-আত্মা  
প্রশান্ত নিলয়ে নীলাম্বরে যাবার আশে ।


৭।৭।২০২৩। ঢাকা