জ্যৈষ্ঠের ঝাঁজ  
১।
মধ্য জ্যৈষ্ঠে
হাসে ঘোলাটে চান
তেজি সুরজ,
নিচল ধান-হাট
ভিসাময় কুজন ।  
  
২।
পাড় ভাঙ্গে
ঘরহারা মানুষ,  
বদ্বীপ-কড়ি  
ঐ পত্নী পাড়ায় ;    
বাঁধ ফুটো দখিনে ।  
৩।
দুষ্টু দোয়েল
দরিয়া ধারে ঘোরে
ওপাড়ে যাবে,
বৈরী পশ্চিমা বায়
সখা সখী নিশ্চুপ ।


(জাপানী তনকা ধারায় রচিত)
মিরপুর, ঢাকা , ০১.০৬.২০২৩ ।