মানুষ নিঃসঙ্গ কুয়াকাটার বিচ্ছিন্ন কেওড়া বৃক্ষের ন্যায়    
আড় চোখে বার বার দেখে যাকে প্রাণী-পরিযায়ী,    
পদ্মপুকুরের পুকুরহীন পদ্মের মতোই মানুষ একাকী;    
কেওড়া পদ্ম ত্রাসে জাগে-ভাঙ্গে ঝড় মাঝে ;  


তবু অমাবস্যা পূর্ণিমায় সাগর উতলা হলে
কবি ভেসে ভেসে ফিরে আসে, পর ক্ষণে হেলে  
পদ্মহীন পদ্মপুকুরে কিংবা নিঃসঙ্গ কেওড়া তলে        
কবি যেন বাঁচে পদ্ম-কেওড়ার যৌথ কোন আলে ,    
কবি দেখে পাতালে মুখর ডিজিটাল প্রজাকনে  
হাজার পাপজ-পাতশা পাতালে পাতিল পাতে  
কবি চলে জ্বলৎ কেওড়া এবং পদ্মে ।      


০৪.০৬.২০২০