কেতকী খৈ


লাইব্রেরীটি লুটায় লাহুর-তিতাস তটে তালা নিয়ে বুকে
হয়ত সেখানে ভেন্তিলেশনে কবিতারা ,
তরুণ লেখক পদ্য-থ্রিলারে উদ্দারিবে  
পাতাল পুরীর নিরব নিটোল হরফ, রাজন তেজে ;  
  
সরেস তাপানুকুলে কাব্যসুধায় তিতুমিরের তীর তোলে  
হালকা-মেঘলা ফাগুনে সফেদ  শতেক কবি ,  
এটা কেতকী খৈ ফোটায় প্রণয় বিলিয়ে  
চাষ-ঘেরা শহুরে শালিক-বকের বাওরে ।    


শেরেবাংলা নগর  কৃষি বিশ্ববিদ্যালয় , ঢাকা । ২৩.০২.২৪ ।
বাংলা কবিতা আন্তর্জাতিক সম্মিলন ২০২৪ তে আংশিক উচ্চারিত ।