ক।
হেমন্তের ভোর
শিউলি লুটায়,  
বিধবা তাকায় দূরে।

খ।
ঈষৎ হিমে ফোটা
বৃষ্টি ভেজা গোলাপ ,  
দেখি নীরবে, হৃদ ভরে  ।

গ।
লুক্কায়িত সুরজ
হেমন্তিকায় ভরা বাগ  
গন্ধরাজে চিত্ত উতলায়।

.ঘ।
বুলবুল দ্যায় হানা
কার্তিকে ছুটে বায়
বুলবুলি হয় অভিবাসী ।  

(হাইকু ধারায় রচিত )
০৯.১০.২০১৯
১০.১০.২০১৯
মিরপুর, ঢাকা।