মাঘ-ফাগুনে কবি-কল্লোলে  নগর কাঁপবে
নষ্ট নগরে অনেক পদ্য-পিপাসু  প্রাণ ঘুরে
হেলুসেনেশনে কিংবা হেয়ালে কিংবা  হৃদতনুতে ,
মেয়রগন হয়ত তা ভাবেন না ।


এক কবির অগুনতি ভোট
কবির ভোটে যোজন যোজন  ব্যঞ্জনা
কবির ভোটে তরতাজা প্রাঙ্কালি,  
কবির ভোটে গনতন্ত্র হৃদচুমু  দ্যায়
তাকিয়ে থাকে আব্রাহাম লিঙ্কনের অভিবাসি আত্মা
হৃদচুমু  ছাড়া কোন তন্ত্র  বাঁচে না  
নাভা নীল নাফ তীরে কিংবা অন্য পাড়ে ।


বুড়িগঙ্গার ধারে  যেন ফোটে ফুল  
পাতাগুলো যেন হয় পতাকা- সবুজ
দমে যেন বহে অযুত অক্সিজেন ।


ঢাকা
০৭.১২.২০১৯