কদম পত্রে পত্রে বর্ষাত্তোর শ্যামলতা
কালিদাসের সময়ের মতো  কিছুটা,    
ভাদ্রের ভোরে বাতাসি পাখি বসে  
কদমহিন কদম শাখে হালকা সরবে  
অপেক্ষা আসছে আষাঢ়ের কদমের তরে
যেমন নেতা’র দৃষ্টি আগামী-ভোটে    
ধ্রুপদী তন্ত্রের পশ্চিমের কিছু দেশে  ।  


কদম ফুটিবে আষাঢ়েই মুক্ত পাখীর জন্যে    
আঁখি জুড়াবে পাখী কদম রেণু চুমে চুমে,  
ভোটার কচু চুষিবে দুর্বলতন্ত্রের দেশে
সবল তন্ত্রে কদমের মত ভোটরশ্নি ফোটে
মানুষ তখন বাতাসি’র মত উড়ে , মুক্ত  ।            



২৪।০৮।২০১৯