কড়ির কুজন


কড়ি জমে জমে কোটি কোটি হয়ে যায় নিমিষে
যেন মন্দ চর্বি-চাপে  রুগ্‌ণ জীবের প্রতিবিম্ব,    
কড়ির তাণ্ডবে  নিরব হয়ে যায় জল জমি জান
চেয়ারের চোরা-চর চর-আলুর মতো বাড়ে,
কড়ি গুলি পথে হাঁটে মাফিয়া  মালের  মাদলে
কড়িরা  গীটার বাজায় তীরহীন  তরুণের মনে  
সরস যাত্রায় মরা-কঠাল  কলাপাড়া থেকে  কলকাতা ।  
  
কড়িগুলি বদলে দেয় ঝাণ্ডার  ঝালর  ভোট-হাটে  
কোন কোন পাখী নব রঙে উড়ে উত্তরে দখিনে,  
কড়িগুলি কেড়ে নেয় পলির প্রনয়
কড়িগুলি পেন্টাগন প্রাচীরে পাদপ রেখে শীষ দেয়  
কড়ির দাপটে কইলা ছোটে বিধবার কোলে  ;
ফানুস উড়িয়ে চলে যেন নব বদ-জীব  
কি পদবী পাবে তারা ভব বুকে
পৌষের চিতল কেবল জানে ,  
শিল্পিত বক্ষ-বিভাজিকায় কড়ির ক্লিক
দেখে বাক ছাড়ে গঞ্জের গণ কতক ।  


০১।০১।২৪