কুমির কাপলেট


১।
চাষের কুমির নিস্তেজে ঘুমায় খাদ্যহীন প্রেমহীন বদ্বীপের বরগুনায়  
কতক কদর্য কুমির ঢোকে ব্যাংক পাড়ায়,নোট খেয়ে ছোটে বেগম পাড়ায় ।
২।
নষ্ট নক্ররা জায়গা নেয় মতিঝিলে কালো-জলপাই চোখ ফাঁকি দিয়ে      
মতিঝিল হতে পারে কুমিরঝিল- নগর কর্তা রাজি হলে, জেল কম বুড়ো নামে ।      
৩।
মন্দ মকর উড়ছে আকাশে, মডেল নাগিনী সাথে দোলে  
পরিযায়ী শ্রমী মাকড়সা মানুকে বলে 'ওদের উঠায় তোমার জালে' ।  


মিরপুর, ঢাকা
২৫.০২.২৩