লেপ লগন
লাল লেপ তলে লাল বই পড়ে পড়ে বিপ্লবের স্বপ্ন দেখা লোক কমে গেছে ,  
পৌষে জমে কম লোহিত ব্যাজের মিছিল, স্বল্প ফোলে লাল পিঠা তেল ভেজালে;  
মৃদু আওয়াজ তোলে জায় চলে ভারী কতকের শোভা যাত্রা – আলতো তাকায় পোশাক বালা          
অল্প নড়ে ভিন-ভাষী ছাত্র যুবা- টাচ ফোনে গ্লোভালাইজেসন গলিজে গলিত তারা  ;      
লজ্জা পায় আসাদ গেটের অর্কিড , জহুরুল হক হলের পুরনো বিটপী ;
  
এহন লালের লালিত্য লিয়মান, যেন বিষ-মধু পানে লালায়িত প্রায় সব        
মডেল মন্ত্রক্ নায়িকা রাজনীতিক বোধক অকবি কবি,    
সাদা কেশী শুদ্ধ মুক্তির ধবল কাফেলায় ঢুকে যায় প্রচুর খেলাপি সাভারের সৌধ-উঠানে    
পাখীরা তখন পবিত্র কুয়াশার লেপ-বনে যায় চলে, ফিচেল ফেইস থেকে নিরাপদ দূরে ।


১৬.০১২.২০২২
মিরপুর, ঢাকা