লাল লুলা
লুলা লাল ফিরে এলো আমাজনে
জীবন জাগিবে হয়তো আদিজনে আর বনে


কঙ্গো কান্দা
লুলার লালায় কালো কর্পোরেট কাঁপিবে কঙ্গোর কান্দায়
ব্রাত্যজন অম্লজানে ভাসিবে সহসা হলদে-সবুজ ভঙ্গিমায়  

শ্রমীর পাল
লাল ক্যাপে কঠিন পাদবে পাল তোলে লুলা, শ্রমী বুক বাঁধে আশাবরী রাগে ;  
বদ্বীপের বাকে বাকে বদ-রঙা লুলারা শুধুই গলা হাঁকে ।  

পিচ্ছিল পথ
সাবধানে চলো পথ পিছলা
কঠিন হবে পেতে আর এক লুলা ।  


১০।১১।২২
মিরপুর,  ঢাকা ।