মাঘ কাপলেট
১।
বালুকনা গুলি গোলাপের মতো উম দ্যায় নেতার জেবকে, নব্য চ্যালা জান-বালু নেয় তোলে ,
পদ্মা শুধু কাঁদে ভাতি থেকে উজানে, তারল কমে গেছে পদ্মা ব্যাংকে ।
২।
ফাগুন ঝিলিক দেয় পত্রিকার বিশেষ সংখ্যায়, নানা রঙ্গে , মডেলদের কচকচানি হলুদ রঙে,  
জেনিফার বেছে নেয় গুচির গাউন নীল রঙে, নিজেই গরুর মতো হাল টানে দখিনের চাষি চেক লুঙ্গিতে ।  
৩।
বাসন্তী পোলাও , ডাল-রুটি , লাভ-রুটি নিয়ে হাজির রন্ধন শিল্পি ;  
বদ তেলে ভাসে পৌরবাসী, মন্দ বায়ে মন-প্রজাপতি, নিম্ন গতিতে কাব্য বিকি ।


২৮ মাঘ, ১৪২৯।  
মিরপুর।