মহানন্দার ময়ূখ
১।
হিম সাগরে
দুলছে মহানন্দা ,  
হচ্ছে ড্যাম
ডরে আছে ডুমুর  
ডলারে হাসে কত্তা  ।  


২।
নাচোল তটে
কৃষ্ণচূড়ারা ফাটে
বিজর ইলা ,  
চা টানে সাঁওতাল
গ্রীষ্মে হত গ্রীবা ।


৩।
ঐ দাবদাহে
পাকছে চ্যুতকূল  
ঘামছে ঘাস ,  
বিজলীতে বিচ্যুতি
ভোটে ভাসবে দূতি ।    
  
(জাপানী তনকা ধারায় রচিত)
চাঁপাইনবাবগঞ্জ, ৬.০৬.২০২৩।