মে ডে কাপলেট


১।
ইলা মিত্র বায়োনিক নয়নে তাকায় নাচলের নেত্রে, মজে পুরনো বিদ্রোহী ভাবনে      
দেখে ফিকে রঙ্গে দোলে সাঁওতালী জবা, স্বল্প মজুরীতে মলিন মাটির নয়ানী মাটির ঘরে ।    


২  
এভিনিউ বড়পথ জমায়েতে আনা হয় শ্রমী, শোনে শ্লোগান ইতিহাস শিকাগো হইতে শাহবাগে ;    
কথা-খনি খুঁড়ে মন্দ মোড়ল, মজদুরের আঁচলে শুধুই লু হাওয়া, হালিম হালুয়া হাঁটে হালের হেরেমে  ।


৩।
মজুর পায় পথমুদ্রা নাফ পাড়ে, বড় মহাজন তোলে নেয় তেজী তোড়া নীল-সাদা লোগোতে ;      
রোদনে রোহিঙ্গা, রহস্য বাঁশীর কোরাসে বেইজিং মস্কো দিল্লী, কিছু জন্তু জেনেভা লেক ছুয়ে নাচে ।


০১.০৫.২০২৩
ঢাকা ।