শুধুই মানুষ চেনা দায় নয়
ফল চেনাও দায় , এই ভবে
গোলোকায়নের  খাঁচায় ।
পূঁজি ও রস বাড়ায় পূজ-রসে  
বেরসিক ব্যাপারী ও কোম্পানি  
বিকলে ধর্মনীতি , মানবপ্রীতি ।  
বাহ! মানুষে ফলে বৈষম্য সরে    
পতনে মানব-আত্মা আহাজারে ।


এক মাজারবাসী অট্র হাসে  
খুঁটিয়ে কুকরা-কেশ , খোঁজে
মনোময় কোষ , আশেপাশে ।  
ফল খেয়েই ধরায় আসা
ফল-বিষে উৎসে ফেরা  
যেন দর্শন  দ্যাখে দিশা ।    


০৯।০৭।২০১৯