ভাঙ্গা মানুষ আবার গড়বে বসতি
তিস্তা পাড়ে,  না হলেও চুক্তি-ফুক্তি ;
এভাবেই নদী-নাগর চলে
উদাসী বাতাস আর বালু নেড়ে নেড়ে  
চেয়ে থাকে অচুষিত নদী’র চুচুকে      
যেমন কবি নিতম্বচারি শব্দের, নিঃশঙ্কে    
মগড়া  থেকে  মিসিসিপি ।  



মিরপুর, ঢাকা ।
১০।০৮।২০১৯