১।
মগড়া নদীটি মরছে মোড়ে মোড়ে বুকে নিয়ে সেতু-করী যেন ক্রনিক এঞ্জিনা,    
আগুন মাসেই চৈতি ধারা বহে সরু-গণতন্ত্র সম, কাঁদে ক্ষেতকনা বোরো কলি আর ভোতা ভোট-সোনা ।
২।
যত বেশি পুষ্প পাতা ঝরে তত বেশি স্বর্গ সরে যায় দূরে
যত বেশি জীবাশ্ম জ্বলে তত বেশী ফ্যাসিবাদ ঢুলে-প্যারিস হইতে পলিজে ।  
৩।
হেমন্তে খেজুর ডানায় বাদুড় বাজায় রিজিক-খেয়াল, নাপা নড়ে পদ্মা তীরে;  
বারুদ বাতাসে বাদুড় নাচন পল্টনে, অগা মানু বেখেয়াল-তবু আদি ফুল ফোটে আলে ।          


১০.১২.২০২২