ওরা এক খোঁয়াড়ের
ওরা মেতেছে  দুঃখ  সৃজনে
ওরা পূবে  পশ্চিমে উত্তরে দক্ষিণে  
ওরা  ডানে বামে  ; কখনো অদৃশ্য কখনো বীক্ষণে ,  
ওরা নাম ধরে  ক্ষণে ক্ষণে :   ট্রাম্প, খুশি, ঝিন পিং , পুতিন    ;  
ওরা পেয়ে যায়  সাগরেদ-সালমান,  মরু থেকে দ্বীপ, মাত্র  ক’জন   ।  
ওরা মন পোড়ায়  - মনপুরা , কলকাতা হয়ে হয়ে কান, মস্কো ইটালি মিয়ামি
ওরা  বন পোড়ায়, চালায় ইটের সাজন – তখন ধুসর ফুল পাখি আর আরক্ষি ছাওনি  ।


ওরা নষ্ট করে  সাগরমেখলা
ওদের অকামে অপ্রীত সৃজক, রাগত-মুচকি  হাসে ।    


উঠে এসো তুমি ,  মৌণী করো দূর , মনে কর ডাকিছে সুবোধ এলিয়েন  
বুড়িগঙ্গা, গঙ্গা, কঙ্গো , আমাজান তীরে তটে ।  
ওরা  অবকর,  পালাবে ;  পালাবে  খবিশ পরজীবী,
যদিও  পেরাসাইট ভূষিত অস্কারে - খুশী হয়  খল ;


খলক এবং সৃজক দাঁড়ালে একধ্যানে,  পালাবেই ওরা আর ওরা ,
চৈতি আম্রে তখন জোছনা ঝিলিক ।



২২।০৩।২০২০