পদ্মপিপি পদ্ম পাতা পেরিয়ে পেরিয়ে পারে ভিড়ে ভেজা গ্রীষ্মে  
মিশেল বরণে গলা ঠোঁট নিতম্ব নড়িয়ে নৃত্য তালে চলে    
যেন কোন প্যারিস রেম্পকে করছে উতলা সু-লেজী ললিতা ।    
বাদল কালের কদম কেতকী কেবল দেখছে তাকেই কেশর ছিটিয়ে  
যার সাথে স্বত্ব হারা এক সখা- ভুলে গেছে নড়তে নিউরো বেদনে ,        
মিছিলে যাওয়া হয়নি তার প্রায় দশক তিনেক    
যেন এক বদ্ধ মধ্যবিত্ত ;যিনি নেউ দেখে দেখে গুলশান লেকে  
ঘুরেছে শ্রাবণ-মাখানো মোগলী মগের মূলকে ;

পদ্মপিপি পঞ্চম প্রহরে পূর থেকে উড়ে যায় নীল পালে        
টুইটে জানায় ঝাঁকে ঝাঁকে ফিরবে পৌষে রাজধলা বিলে ।  


ঢাকা, জুলাই ২০২৩।