প্লাটিনাম পাহাড় যদি পেয়ে যাই
ভিনগ্রহী সুহৃদসহ নিব ঠাই ,  
সেখানে শুধুই জাফলঙী বৃষ্টির রিমঝিম
বনবিথির বিমল-বৈভবের বিলসিত বিম ।      


প্লাটিনামজাত নব নব ফুলপুচ্ছ  
সুমিষ্ট গন্ধ বর্ণ, যেন আদিমপুর  
গাঢ়-গহীন প্রেমছন্দে দুলবে জীবসুর ,      
প্লাটিনাম-পরিস্রুত অস্রে এলিয়েন ফৌজ  
নব ঢঙে সামলাবে  সকল  অস্ত্রবাজ ,  
বদ্বীপ-পলির মিশ্রণে মায়াবী উর্বরতা  
প্লাটিনাম-প্রেমে জীবরাজ ও উর্বশী-লতা ।