বিজয় এসছিলো একাত্তরে
আমি তখন কৈশোরে
পিতার হাতধরে  বিজয় দেখা
মুক্তি পাগল সাম্সুদ্দিন নুরু মাস্টারদের  দেখে টেরপেয়েছিলাম এসেছে বিজয়  


এখন দেখি
বেড়েছে খুব কারো কারো  মেদ  মুখ  
পরিবারিক প্রভাব প্রতিপত্তি যেমন বারে  পূব থেকে পশ্চিমে
ক্ষমতা বলয়ের জীবদের  


পঞ্চাশে  এসে দেখি এখনো খন্ডিত বিজয় উল্লাস
রৌমারীর চরের আর  গাগলাজুরের মুক্তিবাহিনীদের দেখিনা তেমন
আরশে উত্সবে  
সাধারন সাধারনই আছে
কতিপয় হল  অশুভ্র-অসাধারন