পৌষ কাপলেট
১।
পোষে কালো যুদ্ধ বন্ধ হয়নি , কিয়েভে এখনো কেঁপে উঠে শস্যকনা, উঠতি বিটপী ;    
যুদ্ধবাজদের হাতে বদ্ধ সব পুরনো কানন- কাশ্মির ফিলিস্তিন ইয়েমেন, টাচ ফোনে মত্ত অখল মানবী ।    
২।
নদীরা নিপাতে চারিদিকে, ত্রাহি ত্রাহি তানে তরুলতা সরীসৃপ ;      
ঠুঁটা নৃপতি লুটছে পৃথ্বী-ললাট ডাঙ্গা থেকে জলে, সেরা জীব গিলে তন্ত্রসুপ ।  
৩।
প্রতিটি পেপারে প্রথম পাতায় বদকূলের ছবিতে ঠাঁসা, রাগে ফুঁসে বিদগ্ধ বিহগ দেশে দেশে    
সপ্তান্তের সকালে ; পৌষের  বিকালে   সরিষা-মানব জিগাবে ‘কেন নেই আমরা খবরে’ ।


২৩।১২।২২