পৌষের পরমাণু কবিতা  


১।
গ্লোসি লিপস্টিকে ঠোঁট জাগে নায়িকার
বস্তায় বাঁচে বস্তি-বালিকা ।  
২।
কর্তা হাসে বদ্বীপের ওসে  
কড়ি জমে গরম সুইস ব্যাংকে ।


৩। নকল আইলেশে কুয়াশা মাড়ায় নব নেত্রী
         হাইহীল মচকায় পিচপথে ।


৪।
জীবটি জাড়-জ্বরে যায়  জার্মানি  
আগে ভাল ছিল চাইল্লা বনে ।
৫।
ওয়াসার পানিতে বেড়ায় ডলার  
শীতে ওবামার দেশে ওম পায় ।


মিরপুর, ঢাকা  ।
১৪.০১.২৩