প্রেয় যান
        ফরিদ হাসান


একটি উড়ন্ত ট্রেন যাবে ঢাকা থেকে রোম আসছে ফাগুনে
কিছুটা গোপনে কিছুটা প্রকাশে যেন কোন  ধবল মিশন ,  
চাকাহিন ট্রেনে ফুলেল বাতাসে দুলবে বর্ণিল লতাপুঞ্জ
ধরা ছুঁয়া বাড়ন - কেবল চেয়ে থাকা রবির আদলে  ।

সীমিত টিকিট কেবল প্লুটনিক প্রণয়ীরা ইথারে পাবে  
বায়বীয় ভিসা – কড়া লাল-নীল ইস্যু করবে সুপার এলিয়েন গ্রুপ,  
ইউক্রেন ইয়েমেন উইঘুর রাখাইন ফিলিস্তিন সিরিয়া কাশ্মির থেকে যাত্রীলাল নিবে    
প্রেয় যানে শুধু প্রণয় সঙ্গিত বাজিবে সারা পথে – রাগ ইমনে ;    
পক্ষধর, রানী জুনো, ভ্যালেন্টাইন   কোরাস গাইবে প্রেতাত্মাসরে  
সকল সীমান্তে প্রেমজ সেনানী উলু দিবে অস্ত্র ফেলে ।  
  


ঢাকা
১৩.০২.২০২২