পূবের পবন


তোমাকে দেখতে আসছি হে পূবের পবন,
তোমাতে শ্বাস নিয়ে বীর হয়ে উঠেছিল অযুত বিহগ
মেঘনার সুর বাঁচাতে উহারা উড়াল দেয় নীল সাওরে ;
    
কদম কেতকী পাহারা দিয়ে নয়টি কৃষ্ণপক্ষ পাড় করেছে তুরকি-তেজে  
তিতুমির তানপুরা বাজায় তখন সরিষা বেগুনে জ্বলে জ্বলে  ;
মিশাইল-মেঘ এড়িয়ে গেরিলা গতিতে চলে যায়
বুড়িগঙ্গার নিলয়ে হিম-ভোরে
হিরণ্ময় হরষে চৌদিক আমন শীষের মতো দোলে উঠে ।  

প্রণয় বিলাতে এখনো তুমি একাত্তর, এমন ভাব যেন গীত হয়  
শাওন শেষের শিশিরে ,  
পুবের পবন প্রেমে পড়ে যাবে  পশ্চিমের সমীরে ।


তোমাকে দেখে দেখে সাত নদী পারি দিয়ে  
ফিরবো মোগলী নগরে যেখানে বাতাসে অসুর হাটে  ।  


ঢাকা। ১০.০৮।২৩