কারখানা খোলা
প্রান বাজি রেখে ছুটেছে পোশাক বালা  
পদব্রজে রিযিক য়াত্রা –নদী নালা ছোট-বড় শহর ডিঙ্গিয়ে
যেন একাত্তরের মিথিলা –কিশোরী যোদ্ধা,  
আরক্ষী মিডিয়া মাড়িয়ে; তখন দোলনে ডলার-ডেফোডিল ।  
কে  থামায় তারে?
বাঁচতে হলে যেতে হবে
খেতে হলে যেতে হবে  
জীবন রাখতে যেতে হবে ,  
তন্ত্র মন্ত্র তার পক্ষে আর গায় না ।
  
সেথায় হাজার ডিগ্রি জ্বর কিংবা মৃত্যু যেন শ্রেয়, অনাহারে পটল তোলার চেয়ে ;    
জমির সবুজ পটল ছেড়েছে সে যেমন তেজিছে চিকন-সোনালি ধান,    
এখন সে গোলক চাকায় নৃত্যরত, উজান-ঘূর্ণন হয়নি গণনা  ;  
তার কড়ি ঘুরে বেহাতে বেগম কিংবা ব্যাংক পাড়ায়  
তার তরে লাল নীল কালো সাদা ঝাণ্ডা পতপত নাহি করে  
ধান খেতের আইলে হয়না সখী সনে হাঁটা আর হাসা
যাহা ছিল হৃদ জুরানিয়া, ভুখ ভুলানিয়া ;    
দূর নিয়ন্ত্রিত কলে পোড়ে ভোর থেকে রাত, যেমন পুড়ত কৃষক-জনক  
নীতি-বিশ্ব পানি না বায়ু ছোড়ে বোঝে না সে এবং বালারা,  
পুষ্প মিলা ভার  তাই বোঝতে সময় গিয়েছে বেশ , এখনও যাচ্ছে... ।      


০৯।০৫।২০২০