সে এক অন্যরকম সে
হয়তো কোন বঙ্গ-অ্যালিয়েন  
রঙ ছড়াচ্ছে পশ্চিমে বদ্বিপিয় আবিরে ।
কৃষ্ণপক্ষে সে ছিল সাথে , কিত্তনখোলা’র পাড়ে
দিন রজনী ছিল ফকফকা,ফুলেল ;
শুক্ল পক্ষে নেই সে সাথে
সব যেন ফাঁপর ,ফ্যাকাসে ।


ফিরিবে আবার সে
এই তটে নব ঝুঞ্জুনি হাতে
কুসুমিত কদম কোলে ,
কনকচাঁপা ও কনকচূড়’র  কোরাসিত ক্ষণে ।    
তখন ফটিকজলে কিত্তনখোলা কীর্তন গাইবে
আজানের আকর্ষণে বিশ্বাসী ছুটিবে দরদী সৃজক পানে ;    
তীরে হাঁটবে আনন্দিত বনলতা ,কবি থাকবে পাশে
সেঁজুতি জ্বলবে সেঁওতি বাগে
নারিকেল ডগা দোলবে রাবিন্দ্রিক ঝিলিকে ,  
পরিযায়ী  আর শালিকের  ধ্রুপদী মহড়া আকাশে ।    


ঢাকা
২৩।০৩।২০১৯