এখন ভাদর মাসের শেষ
সমতল বাংলার অনেকাংশে বন্যার  ক্ষতচিহ্ন  ছাপি ছাপি
বেশি ক্ষতে কৃষক দিনমজুর হারিয়ে  বোরো আমন সব্জি।


বর্গী না এলেও  হানা দেয় মানব-সৃষ্ট বন্যা
কম বেশি প্রতিবছর
জীবনানন্দের রূপসী বাংলায়
নড়বড়ে গণতন্ত্রের কথিত প্রজাতন্ত্রে।


মোদী -মমতার  যৌথ পানিছাড়ন কখনও  তিস্তায়  কখনও  কুশিয়ারায়
কষ্ট নিয়ে আসে এই বাংলায়।


বাঁধ-বাণিজ্যে আমলা প্রকৌশলী রাজনীতিক স্নাত  হয় - তৈরি হয় চুরির ঝর্ণা
উড়ে আসে পশ্চিমা মন্ত্রকরা যদিও ছাড়ছে  কার্বন অনর্গল বাড়াচ্ছে বন্যা
ধ্বংস হানছে  বিশ্বে
কখনো  তাদের বংগো-গ্রউন এজেন্টরা তৎপর হয়  অকারণে ক্লীব-অর্থউপহারে


এই ভাদরে বাংলা অনেকটা মলিন শহরে কিংবা গ্রামে কিংবা নাফ নদীর ধারে
হয়তো  বাজার  ভড়বে   সূ চী'র বিষাক্ত হাতের রোহিঙ্গা-দলনের  বর্মী চালে
পানি-আটকানো কুটিল মোদী-মমতার ধানে
নব্যপাজি  চাইনিজ মালামালে


এই ভাদরে বাংলা অনেকটাই  মলিন
হয়তো আসছে  আশিনে এবং কার্তিকেও।  


১২.০৯.১৭