১।
শীতের শিষে
চুপচাপ চাতক
শুকায় নদী ,
চারা খোঁজে চাষী
কুয়াশা-ঢাকা আল ।  
২।
মেট্রো ছুটছে
আদি খেত পেরিয়ে ,  
সবুজ জিন  
দূষিত নগরের
অলিনে লীন হয় ।          
৩।
উড়াল পথে
শন শন শব্দে
যন্ত্র আগায়,
নষ্ট বায়ে নিভে
অজস্র তরু বাতি  ।


(জাপানি তনকা ধারায় রচিত)
ঢাকা ৩১।১২।২২