শরতের কাপলেট


উমা
উমা চলে গেল, পিছে পিছে শরতও যায় চলে ।  
ওমা তুমি দেখি ম-ম বসন্ত ছড়ালে ব্রহ্মপুত্রের কাশে ।


জীবন
জীবন একটা ইনিংস, ভরপুর বোল্ডে একে চারে ছক্কায় ।
তোমার হাতেই তালুবন্ধি শূন্য শত রানে, আমার সবুজ নিলয় ।  


প্রাণী
কমে গেছে জন্তু-প্রাণী মিঠা জলে আর বনে ।  
বৃহৎ জমিনে বেড়েছে জন্তু-রাজন, মজা পায় রণে ।


কোহিনূর কষ্ট
টাইমস নদী বেয়ে রাণী যায় না-ফেরার দেশে
কোহিনূর-কষ্টে কাশে কালের কলোনিকূল ।


মিরপুর, ঢাকা।
১৩।১০।২২