শ্রমিকা ফিরছে ঢাকায় সীমান্ত–কিনার মগড়া ধরলা তট থেকে  
নানা নাম রুনা লতা রেহেনা সাবিনা –সুরহীন  কণ্ঠে
রাস্তা একটাই  জ্বালা-ভরা লম্বা  হাঁটা আর  
মাঝে সাজে  টেম্পো, ফেরি , মুড়ির-ইস্পাত,  পাসহীন নসিমন করিমন  ;
আপন আঙ্গিনা  আত্মীয় কথন- কবিতা  ছাড়িয়া  চলছে  নগরে      
যেন অভিবাসী সারি  নিজভূমে -  ভূ-মধ্য সাগর বহু দূরে  ;    
ভয় চাকুরি হারানো – অভাবে  উপোসে সারা বর্ষা শীত গ্রীষ্ম ;  
রাস্তার দুপাশে বিটপী  বিলায়  দরদী বাতাস    
তবু বহে শ্রাবণ   শ্রাবণে -  বাহিরে এবং  ভিতরে নীরবে ,  
পোশাকি বহর তাকায় অনেক সময় দুষ্ট  চোখে  
প্রৌঢ়-বাম ভাবে এত  শ্রমী রাস্তায়  তবুও বিপ্লব উধাও,  
মলিন বদন  নিস্তেজ শরীরে তুরাগ তীরে  ফিরে ওরা
আরক্ষীর জেরা মাড়িয়ে ডেরায় আসে ;  
কল-কর্ণধার তখন বিয়ার চিবয়  বেগম পাড়ার বুহিতে
ডলার-ডলানো তরঙ্গ  চিবুকে দোলে উঠে  
কত্তারা  তরঙ্গে তরঙ্গ তোলে জেনেভায় আর জেবে   ;
  
প্রজাতন্ত্রে প্রজাপতি পাখা বন্ধ রাখে লাজ-রাগে ।



জুলাই-আগস্ট ২০২১
মিরপুর, ঢাকা।