মৃদু লয়ে বায়ু বহে তায়েফে  
যদিও সমুদ্র গোঙায় অনেক তলে
মনে হলো ঐশী ছোঁয়া  মরু গিরি  পাড়ি দিয়ে ,  
পাতায় পাতায় গাঢ় শ্যাম খেলে এই তটে  
যেন ধীর-দৃঢ় তিতিক্ষু হেঁটেছে সেখানে;  
সরব প্রশান্তি  নীরব সড়কে  আরব্য তুমকি বাজায় ।    
ফাঁকা  রাস্তা মল -  মনে হয় থেমে আছে শ্রেষ্ঠ রসূলের রক্ত ঝরা  তায়েফ    
যেন লজ্জাবতী লতা ভড় করে তারই ললাটে  ।        


জাহেলি শিলা থেমে জায় ছোট পাথরের  বিশ্বাসী বোলে    
আঙ্গুর লতার ছায়ায় ছায়ায় ভাসে  পুরনো তাণ্ডব
রক্ত রঙা ফলে ভেসে ভ্রান্ত হয়েছিল কালো নেতা,রেখে যায় রূঢ় কাণ্ড  
ফণীমনসার শীর্ষে বাহারি পুস্প কণ্টকে মোড়া ,পাশে যেন কাঁটা-খ্যাত  বৃদ্ধা ;
ডুমুর্ডালে ভিন সুরে গায় মরু-ডাহুকী  
বোঝেনি দূরের বাতিল ঈগল ;        
বিশ্বাসীর বোধে  বিঁধে যায় বার্তা-বাহীর কষ্ট-কথন  
তায়েফের  তুষানল  দেখবে সকলে বহু  কাল ।      


তায়েফ
১৫।১০।২০২১