ঘরোয়া দুপুরে মনে হলো এক ভিনগ্রহি চলচিত্র চালে    
ভাইবারে বার্তা বিনিময় করে এক ভাইরাস এর সাথে  
কর্কটক্রান্তিরেখা বরাবরে  চৈত্রিক চেতনে ।
ভিনগ্রহী জিগায় ভাইরাসকে , তোমরা ক্ষেপেছ কেন পৃথ্বী তটেঃ
পূবে পশ্চিমে উত্তরে দখিনে? ভাইরাস বলে  
‘ভণ্ড শাস্তাদল গলা টিপে ধরিত্রীর ইয়াংজি থেকে আমাজান ইউরাল ইরাবতী-সবকিছু :              
অস্ত্রে ভব ভরে দিয়েছে, বিনাশ করেছে বিটপী , বউল, গোলাপ এবং বাউলি      
বিষিয়েছে বাতাস বাওড় বঞ্জুল সমুদ্র তটিনী,        
উইগুর রোহিঙ্গা সিরিয়া কাবুল গাজায় তরাসে নরম  শিউলি,    
অনিশ্চিতে লক্ষ শিশু, অগুনতি শিঙি, নাফ থেকে উজানে ভাটিতে ,    
বাজারি ক্লিনিকে নেই কিট, মিলেনা ভেন্টিলেটর অ্যাপ্রন গুটি-  
নিউইয়র্ক কিংবা নিশ্চিন্তপুর অবধি ,
ডলার  ইউরো অকেজো  পাষাণ  পুঁজির বাজারে , তখন  তাকায় আকাশে  লোহিত- কমতি   মুখে  


শুধুই ঢেলেছে তবকি প্রসারে, ছাপানো পোশাকে, বিশ্বের কোঠরে কোঠরে
সরে যাক ভণ্ড দল, ভাইরাস ব্রিগেড চলে যাবে নিজ কোষে’    


ভিনগ্রহি বুঝে নেয়
দানবী দাপট দেখে অণুজীব ক্ষেপে যায় আসমানি কায়দায়;
      
শেষাংশে ধ্বনিত হচ্ছিলো কেবল অস্পষ্ট-স্বপ্নিল জালের চ্যাটভাষ      
‘সরে যাক ভণ্ড দল, ভাইরাস ব্রিগেড চলে যাবে নিজ কোষে’ ।
  


৩১।০৩।২০২০