ভ্যানে ভ্যানে  সবুজ সিক্ততা  ভেষজ আনাজে    
প্রান্তজন  ভিজে ভিজে বেচে আর  বাঁচে  
শত শাহী-শঠ শাটা সড়কে সড়কে ,  
শ্রমজল মিশে যায় শ্রাবণ ঢলে
শ্রান্ত ভ্যানবালা পুষ্টি খোঁজে আধা-ডিমে      
সত্যজিতের  শিঞ্জিনী-সট যেন কোন ,        
ওরা বোঝে ওরা আছে এক কুৎসিৎ-কারবারী  কুঞ্জে      
তবু তীক্ষ্ণ শ্রব রাখে শাওন-হরিৎ নগরে ;  


যদিও হেতায় রক্তাক্ত  পূর্বসূরির  শ্যামর স্বপন  
বাদল পোহায় বর্ষার প্রাতে - নিয়ে ঘন শ্রাবণের ক্লেশ  
ভানুসিংহ  মুচকি-বিমূর্ত বদনে  রাখে দৃষ্টিরেশ ;
প্রান্তশ্রমী  স্বপ্ন লালনে ত্রিচক্র ভাসাবে জনবাণে    
সাহসী শ্রাবণে অথবা আগামীর  সুঠামস্রোতে,  
ভব-মধ্যবিত্ত ভ্যাকসিন-ভেলায় তখন ভাটিয়ালী ধরে ।  


৩১।০৭।২০২০